প্রকৃত কবিতা নাথিংনেস্ প্রজ্ঞারই ভিন্নরূপ
যাত্রা
তৈমুর খান
সভ্যতার বৈশিষ্ট্য কী হবে তা আমরা জানি না।
মানুষের কেমন হওয়া উচিত তাও আমরা জানি না।
আধুনিকতা কাকে বলে সে সম্পর্কে আমাদের ধারণা যদিও স্পষ্ট করি, কিন্তু সম্পূর্ণরূপে আধুনিকও হতে পারি না। কারণ আধুনিকতার মধ্যেই আদিমতার
প্রাগৈতিহাসিক বৈশিষ্ট্যকে আমরা বিসর্জন দিতে পারি না। পুনরাধুনিক কথাটির বহুল
ব্যবহার আমাদের মধ্যে বাড়ছে। কিন্তু পুনরাধুনিক ব্যাপারটি আমরা শুধু শিল্পের
কৌশলগত প্রকাশেই প্রয়োগ করে থাকি। শব্দ, আঙ্গিক, ক্রিয়ায় ও চিহ্ন ব্যবহারে পরিবর্তন আসে। বিশেষ করে কবিতার ক্ষেত্রেই এই প্রয়োগ
দেখতে পাই। কিন্তু অন্তরালে সভ্যতা, মানবিকতা এবং অস্তিত্বের জাগরণ
ব্যাপারগুলি কিছুতেই এড়ানো যায় না। জীবন কিছুই নয়, অথবা, জীবনের কোনও অর্থ নেই।
তবু জীবনের অর্থ খোঁজার ভেতরেই একটি প্রয়াস তা শিল্পিত রূপে উঠে আসে। এই কারণেই জাঁ পল সার্ত্রে existentialism, humanism এবং Modernism প্রসঙ্গে বলেছেন: “Life has no meaning a priori…. It is up to you to give it a meaning, and value is nothing but the meaning that you choose.”
তবু জীবনের অর্থ খোঁজার ভেতরেই একটি প্রয়াস তা শিল্পিত রূপে উঠে আসে। এই কারণেই জাঁ পল সার্ত্রে existentialism, humanism এবং Modernism প্রসঙ্গে বলেছেন: “Life has no meaning a priori…. It is up to you to give it a meaning, and value is nothing but the meaning that you choose.”
আমাদের জীবনে সভ্যতা কী শিখিয়েছে ?
কাপড় পরা শিখিয়েছে। সমাজ-রাষ্ট্র-পুলিশ-আইন, যুক্তি
ও বিজ্ঞানের আবিষ্কার শিখিয়েছে। কিন্তু আমাদের জীবন কি পরিবর্তন হয়েছে ?
বাহ্যিক পরিবর্তনে অনেককিছুই
দৃষ্টিগোচর হয়,
কিন্তু অন্তর্হিত আদিমতায় আমরা তীব্রভাবে লালিত পালিত হই।
প্রবৃত্তির অমোঘ অভিধান পাল্টানো যায় না। তার আদিম রসায়নে আমরা জারিত, স্থলিত,
স্পন্দিত ও নন্দিত হতে থাকি। কবিতা নামক শিল্পটির যতই
পরিবর্তন ঘটাই,
বক্তব্য বিবৃতির ঘেরাটোপ হতে তাকে উন্মুক্ত করে সংকেত আর
রূপকের অন্তরালে প্রবাহিত করি ঠিকই, কিন্তু তার উৎসমূল একই থাকে।
সেখানে শূন্যতারই মহাগর্জন ধ্বনিত হয়। স্থূল আবেগের মানবিক পরামর্শ কবিতায় একসময়
উত্তাল হয়ে উঠেছিল। কবিতা তখন মানব-সান্ত্রীর তরবারির মতো উচ্চকিত। নীতি আর
প্রেমের আদর্শে দর্পিত কোনও শক্তি। তখন নিভৃতি ছিল না। বক্তব্যবিলাসের ধারায়
সর্বদা গতিসঞ্চার হত। বস্তচেতনার নিরবধি পারম্পর্য মেনেই লেখা হত কবিতা। সেই
চেতনারই রূপান্তরী উত্তরসাধক হিসেবে আমরা জীবনানন্দ দাশকেই প্রথম পেলাম। তিনিও এই
প্রভাব এড়াতে পারলেন না। প্রথম কাব্য “ঝরাপালকে”ই লিখলেন:
“আলো আলো —
আধেক আঁধারে
মোর সাথে মোর পিছে এলো তারা ছুটে,
মাটির বাঁটের চুমো শিহরি উঠিল মোর ঠোঁটে, রোমপুটে;
ধুধু মাঠ —
ধানখেত —কাশফুল— বুনো
হাঁস —বালুকার চর
বকের ছানার মতো যেন মোর বুকের উপর
এলোমেলো ডানা মেলে মোর সাথে চলিল নাচিয়া;”
(সেদিন
এ-ধরণীর)
“আলো আলো” একদিকে কবির চেতনাকে সজাগ করেছে, কিন্তু অন্ধকার সম্পূর্ণ
দূর হয়নি,
তাই আধেক আঁধার। আমার শব্দটা “মোর”ই থেকে গেছে। তবে “মাটির বাঁটের চুমো” বাস্তবের নৈকট্য কবিকে শিহরিত
করেছে। যদিও “শিহরি” শব্দটি রবীন্দ্রনাথের “শিহরি শিহরি উঠে শান্ত নদীনীর” (প্রভাত)। কিন্তু দূরাগত
শূন্যতার ছায়ায় ধুধু মাঠ, ধানখেত, কাশফুল, বুনোহাঁস এবং বালুকার চরে কবির ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে। মুক্তির সূচনাটি
কার্যত এখানেই। মনন-চিন্তনকে মুক্তি না দিলে শিল্পও মুক্তি পায় না। সেই মুক্তির
সোপানটিতে “নাচিয়া”
ক্রিয়াটি রবীন্দ্রনাথের “নির্ঝরের
স্বপ্নভঙ্গ”
হয়ে দেখা দিয়েছে। কিন্তু “নাচিয়া”ও নাথিং হয়ে গিয়েছে। “বেলা অবেলা কালবেলা” কাব্যে এসে জীবনানন্দ দাশ উপলব্ধি করলেন:
“নগরীর সিঁড়ি প্রায় নীলিমার গায়ে লেগে আছে;
অথচ নগরী মৃত।
সে-সিঁড়ির এক মহীয়সী
আর তার শিশু;
তবু কেউ নেই।” (মানুষের
মৃত্যু হ’লে)
এই নগরীর সিঁড়ি, সুউচ্চ দালান, একান্ত
নির্জন মানুষ আর সভ্যতার সম্মানীয়া মহীয়সী ও তার সন্তান সবই আছে। তবু তাদের গভীরে
এক না থাকার ব্যঞ্জনা শাশ্বত শূন্যতার নাথিংনেস্-কেই কবি পর্যবেক্ষণ করেছেন। এখান
থেকেই আমাদের বারবার একটি কথা মনে পড়ে। ফিলিপ কে ডিক ( Philip K Dick) বলেছেন: “The
pre-Socratic Greek philosopher Parmenides taught that the only things that are
real are things which never change... and the pre-Socratic Greek philosopher
Heraclitus taught that everything changes. If you superimpose their two views,
you get this result: Nothing is real.”
এই সত্য এবং বাস্তব দর্শনের
ভিত্তিতেই জীবন যে কিছুই নয়, শূন্যতারই বাজনা তা শিল্পী
কবিরাও জানেন। তাই শিল্পীজীবন এবং বাস্তব জীবনে একটা ফারাক থেকে যায়।
বাস্তব জীবনে মানবিকতার দরকার হয়।
বিজ্ঞান ও যুক্তিবাদের প্রতিষ্ঠা সেখানেই। রাষ্ট্র ও পুলিশ, সমাজ ও পরিবারের রচনা তা থেকেই আসে। কিন্তু শিল্পীজীবনে ব্যক্তির নিভৃতি, একান্ত নির্জনতা আত্মমুখী বিস্ময়ের সামনে দাঁড় করিয়ে দেয়। নাথিংনেস্-এর
মুক্তির সোপানে সত্য উপলব্ধির ক্রিয়া-প্রতিক্রিয়ায় বিচ্ছিন্ন আত্মখণ্ডের বিষয়হীন
শেকড়গুলি বিস্তৃত হয়। সেইজন্য এই কবিতাকে “Most conspicuously in the
visual arts, but shown to varying degrees in novels and poetry.”বলা হয়। এর চারটি লক্ষণীয় অংশ (features) হল:
১.iconoclasm
—মূর্তিভঙ্গ বা পুরোনো রীতিনীতিকে উল্লঙ্ঘন করা।
২.groundless
—ভিত্তিহীন বা অমূলক।
৩.formlessness
—অরূপ বা আকারহীনতা।
৪.populism—জনবহুলতা বা সার্বিকতা।
বহুমুখী,
আদি-মধ্য-অন্তহীন, বিষয়বহির্ভূত, নতুন শব্দ সৃষ্টির পারঙ্গমতা এবং চিরাচরিত ধারার বাইরে সমালোচনার সনাতন
প্রক্রিয়ার ঊর্ধ্বে অবস্থান রত এই শিল্পটির নৈর্ব্যক্তিক সমূহ সাংস্কৃতিক পর্যায়েই
তার স্বয়ংক্রিয় অভিব্যক্তির ইতিহাস ও ঐতিহ্যে বিচরণ করে, তথাপি
কোনও কিছুতেই অবস্থিতি জানান দেয় না। এ এক মুক্ত শিল্প। জীবনের মুক্তির ইচ্ছা এর
মধ্যেই নিহিত। মানুষ যেমন আদিমতাকে অস্বীকার করতে পারে না, তেমনি
সভ্যতার দাবি মেনে জীবনকেও সেভাবেই বাহ্যিক পরিবর্তনে সামিল করে। কিন্তু প্রকৃত
অর্থে পোশাক পরেও মানুষ বেশি নগ্ন হয়। আদিম প্রবৃত্তির ক্রিয়াগুলি দমন করেও বেশি
ক্রিয়াশীল হয়। জীবন যদি এই সাময়িক প্রবৃত্তিরই বুদবুদ হয় তাহলে কীসেরই বা আলো
দরকার ?
স্ববিরোধী চেতনালোকে তার দ্বান্দ্বিক বিপন্নতা সর্বদা
সামূহিক প্রজ্ঞাকেই প্রভাবিত করে। সেই কারণেই বুঝিয়ে দিলেন — শিল্পে মানুষই শেষকথা। তার
নৈতিকতা নয়,
লিঙ্গ-সত্তা বৈষম্য নয়। প্রতীকায়নের চিরাচরিত ধারা নয়।
এসবের বিরোধিতাই তার মুক্তির সোপান।
পরাবাস্তবতার বহুমুখী ব্যত্যয়ে
দ্বান্দ্বিকবোধের পর্যায়টি কবিদের কাছে অগ্রাধিকার পেল। যুক্তিহীন, লক্ষ্যহীন,
সমাপ্তিহীন এক স্পেসের ভেতর দিয়ে শিল্পের অবস্থিতি যা এক
শূন্যতা ও বিরামে সমর্পিত হল।
আঙ্গিক গঠনেও পরিবর্তন ঘটল।
ফর্মহীনতাকেই আশ্রয় করতে চাইলেন কবিরা। ফলত, পাল্টে
গেল প্রচলিত সুর-ছন্দ-সৌন্দর্যায়নের চর্চা। সর্বজনীনভাবেই উপস্থাপিত হল বক্তব্য, কিন্তু বিষয়ভিত্তিক নয়। প্রচলিত অর্থবোধকও নয়।
সাধারণ মানুষের কথ্যভাষাকে
আশ্রয় করলেন কবি। বাস্তবতার কঠোর কঠিন অনুষঙ্গগুলি কবিতায় উঠে এল। বুদ্ধিবৃত্তিকে
ধাক্কা দেওয়া হল।
কিন্তু কবিতার এইসব বৈশিষ্ট্যও
পাল্টে গেল। ব্যক্তিগত ধারণায় কবিরা পথ চলতে শুরু করলেন। জীবনই তার মূলধন। মৃত্যু, শূন্যতা,
অন্ধকার তাকে এগিয়ে নিয়ে চলল। “ও
চিরপ্রণম্য অগ্নি” কাব্যে
শক্তি চট্টোপাধ্যায় ৫২ তম জন্মদিনকে উপলক্ষ করে লিখলেন:
“জন্মদিনে কিছু ফুল পাওয়া গিয়েছিলো।
অসম্ভব খুশি হাসি গানের ভিতরে
একটি বিড়াল একা বাহান্নটি থাবা গুনে গুনে
উঠে গেল সিঁড়ির উপরে
লোহার ঘোরানো সিঁড়ি, সিঁড়ির উপরে
সবার অলক্ষ্যে কালো সিঁড়ির উপরে
শুধু আমি দেখেছি তার দ্বিধান্বিত ভঙ্গি
তার বিষণ্ণতা।” (জন্মদিনে)
নিজেকে লেখার প্রয়াসের ভেতর বিড়ালের সিঁড়ি বেয়ে ওঠার পরিচিত গল্পের মধ্যেই
একটা বিষয়হীন ক্রিয়ার সচলতায় আমরা “কালো সিঁড়ি” অর্থাৎ রাত্রির ভেতর প্রবেশের
অনুক্রমটি উপলব্ধি করতে পারি। কিন্তু জীবন যে দ্বিধান্বিত ভঙ্গির ও বিষণ্ণতার এক
দ্বান্দ্বিক ফলশ্রুতি সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আর দ্বান্দ্বিকতাই নাথিংনেস্ এর
আড়াল মাত্র। জীবনের অর্থ খুঁজতে যাওয়ার মধ্যেই আদি ও অনন্ত অন্ধকার বিরাজ করে।
প্রকৃতিবাদ,
বস্তুবাদ, আধুনিকতা এবং পুনরাধুনিকতাবাদ
সভ্যতার বোধটি এভাবেই দেখান জাস্টিন স্টেকবাউয়ার (Justin Stecbauer): "Why does a man walk into empty places?
Why does a man walk into darkness? He's looking for something. Maybe he's
looking for himself. There is a lot of noise in the world. In the night, all
alone, it's just you, God, and the stars.
Post-modernity is a move toward
nothingness. It's the mood of emptiness, the response to the final bankruptcy
of modernity, materialism. The philosophical heart of man must wander off into
the dark to find himself once again. Or maybe to find God.”
এখানেই Metaphysical এবং Monism বা ব্রহ্মবাদ মিশে যায় তা বলাই বাহুল্য। আমি আছি, তাই
আমার ছায়া আছে। আমি কথা বলছি, তাই প্রতিধ্বনি হচ্ছে। অন্ধকারে
নিজেকে দেখছি,
নিজের ঈশ্বরকে দেখছি, কিন্তু
বাস্তবে কিছুই দেখছি না। Move toward nothingness এই পথই
সত্য হয়ে ওঠে প্রতিটি জীবনে। শিল্প একেই ধরতে চায়। এই ধরার ব্যাপ্তি আছে, অনন্তে বিলীন হওয়া আছে, বিষয়াতীত হওয়া আছে।
সাম্প্রতিক বাংলাদেশের কয়েকজন কবির
কবিতা উদ্ধৃতি হিসেবে উল্লেখ করলে কবিতার এইপথটি কতটা গভীরভাবে সম্পৃক্ত তা স্পষ্ট
হবে। কবি ফকির ইলিয়াস পোস্টমডার্ন কবিতা না লিখেও এই কথারই প্রতিধ্বনি তুলেছেন
তাঁর কবিতায়। “সংরক্ষণযোগ্য শীতবস্ত্র” নামে একটি কবিতায় তিনি লিখেছেন:
“আমাদের স্মৃতির চারপাশে বুনিয়াদি বিশ্বাস,
কোনওকালেই স্থিতিশীল ছিল না। অথচ তারপরও
আমাদের প্রেম অতিক্রম করছিল গ্রহদগ্ধ মাঠ,
মাঠের ফসল —
বীজ
আর জন্ম দেবার
প্রগাঢ় আলোরেখা।
সেই সংরক্ষিত আলোকবিশ্বে, আমরাও স্থায়ীভাবে
অভিবাসী হতে চেয়েছিলাম। দেশান্তরি —
হতে চেয়েছিলাম,
সবকিছু ভুলে। যদিও আমরা জানতাম
নদীতে ভাসার সামর্থ্য ছাড়া আমাদের
আর কোনও সাধ্য নেই।”
পারম্পর্য ঐতিহ্যে যা-কিছু আমাদের অর্জিত হলেও যা নিয়ে মানবসভ্যতা গড়ে উঠেছে
তা যে সর্বদা প্রবহমান, কোনওকিছুই স্থায়ী নয়, এই সত্য দর্শনই কবি নিরীক্ষণ করলেন। তাই মানবিকতার ধারণাও এক হতে পারে না।
যুক্তিও অচল হতে বাধ্য। বুনিয়াদি বিশ্বাস স্থিতিশীল নয়। যে প্রেম শুধু মুখোমুখি
বসিবার আয়োজন করে, সেই প্রেমও গ্রহদগ্ধ মাঠ অতিক্রম করে চলে
যায়। সংরক্ষিত আলোকবিশ্বে যে অমরতার দাবি প্রত্যেকেরই (“মানবের
মাঝে আমি বাঁচিবারে চাই”— রবীন্দ্রনাথ ঠাকুর)। তা একদিন
নিষ্ফল অন্ধকারে ধাবিত হয়। ভাসার সামর্থ্য ছাড়া কিছুই থাকে না। এই ভাসমানতার
বোধটুকুই দার্শনিক করে তুলেছে কবিকে।
কবিতা যতই লেখা হোক, চিরন্তন নৈর্ব্যক্তিক টংকার ছাড়া কবিতা প্রকৃত কবিতা হয়ে ওঠে না। সম্প্রতি
একটি কাব্যে মেঘেদের ছেলেমেয়ের কথা। মেঘেদের মেয়েরা খেলে বেড়াচ্ছে। গাছ যুবকেরা
হাত বাড়িয়ে তাদের জড়িয়ে ধরছে। ধরাতলে বৃষ্টি নামবে। এরকমই সব চিত্রকল্প।
এক্ষেত্রে মেটাফিজিক্যালের প্রয়োগ ঘটলেও জীবনবোধের শাশ্বত মন্ত্রটি খুঁজে পাই না।
কাল্পনিক ধারণায় সমুদ্রকে জলবিশ্ব ভাবা যায়। জলজপ্রাণীদের সম্রাট — মহারাজা কল্পনা করা যায়। ঢেউগুলিকে আবেগমুহূর্তের উত্থান, কিংবা আরও কিছু। কিন্তু কবিতার তাতে কী এসে গেল ? জীবনের
প্রতিনিয়ত যে ক্ষরণ, যে ক্ষয়, যে
পীড়ন,
যে শূন্যতা তার অমোঘ প্রলাপ থেকেই শব্দ ও বাণী উঠে আসে।
বহুমুখী অনুভাবনার নিয়ত প্রক্রিয়ায় বোধের সমান্তরাল প্রকাশ — তাকেই কবিতা হিসেবে প্রথম সারিতে রাখা উচিত। চেতনার ভাষাকে শিল্পরূপ দিতে কবি
বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারেন। কিন্তু চেতনা যে শুধু জীবনবৃত্তান্ত এবং সেই
সম্বন্ধীয় দর্শন তার অন্যথা হলে চলে না।
কবি শিহাব শাহরিয়ার “গল্পের মাঠ ও সনাতনির শূন্যতা” নামে একটি কবিতায় লিখেছেন:
“ পিছনে রেখে এসেছি শিমুল গাছ
উল্টোদিক থেকে আমাকে অতিক্রম করলে
তুমি পাবে শূন্য গাছতলা….
এই গাছতলা ও শূন্যতা মানে
বিশ্বাস-অবিশ্বাস, একাকী-নির্জন ও নিমগ্ন কবির উচ্ছল কবিতা
পাখিদের ডানাভরা গান পড়ে থাকে এই পথে
ধুলি-সন্ধ্যার চোখ থেকে কেউ কেউ ফিরেযান যৌবনের প্রচ্ছদে”
স্মৃতির চৌকাঠ থেকে বিচ্ছিন্ন জীবনের প্রবাহ “প্রেম”কে শূন্যতা যাপনেরই নিরিখ দান করেছেন “ তুমি
পাবে শূন্য গাছতলা” বলে। আর এই শূন্যতা বিশ্বাস
অবিশ্বাসের দ্বান্দ্বিক পর্যায় যা একাকিত্ব, নিঃস্তব্ধতা
এবং নিমগ্নতায় তুলে ধরা হয়েছে। যা উচ্ছল কবিতার ভেতর জীবনেরই অনুষঙ্গ প্রবৃত্তি।
যেখানে নস্টালজিক প্রচ্ছায়ায় যৌবনের প্রচ্ছদের প্রসন্নতায় স্মৃতিমেদুর এক
স্বপ্নভাষার দেখা পাওয়া যায়। কবি গল্পের মাঠ অতিক্রম করে শূন্যতার দিকে চলেছেন। এই
যাত্রা তো থামে না কখনও। কবির স্বপ্নের ভূগোল আর বিনির্মিত পৃথিবী এভাবেই কবিতায়
রচিত হতে থাকে।
সৈয়দ তারিকের কবিতায় এক
আত্মদ্যুতির অভিযাপন দেখতে পাই। আমাদের অন্তর্গত কোনও নিবিড় বাতায়ন আত্মদর্শনের
সীমাহীন প্রজ্ঞায় ঝলকিত হয়ে ওঠে। অথচ নির্মোহ এক ব্যঙ্গ নাথিংনেস্এরই ভিন্ন দর্শনে
উদ্ঘাটিত। “ক্ষতগুলো ঢাকা ছিলো গান-কটনের আবরণে” সিরিজের ৯৮তম অংশে কবি লিখলেন:
“সঞ্চারিত তাপ যথা, নল হতে ধাবমান ঘুরন্ত বুলেট
ফিরবার দায় নাই ঘরে —
পৃথিবী প্রত্যহ ঘোরে, অবিরল পুষ্প ঝরে পড়ে ।
ডাকহরকরা শুধু ঈষৎ অবাক চোখ তুলে
প্রাপকের ঠিকানাবিহীন
পোস্টকার্ড পৌঁছে দেয় প্রেরকের কাছে প্রতিদিন।”
প্রকৃতির নিয়মেই অবিরল বয়ে চলা ক্রিয়াকল্পের ভেতর এক বস্তুতান্ত্রিক চক্র
দেখতে পেয়েছেন কবি। তাই তাপের সঞ্চারিত হওয়া থেকে বুলেটের নির্গমন এবং পুষ্পের
ফুটে ওঠা থেকে ঝরে পড়া সবই বস্তুক্রিয়ার বাস্তবিক পরিণতি। কিন্তু আত্মদ্যুতির
নিরীক্ষায় পর্যায়টি তখনই সংজ্ঞাবহ পুনর্নির্মিতির অনুজ্ঞায় উঠে আসে তা হল
আত্মদর্শনের এক নিবিড় প্রক্রিয়া। যেখানে প্রেরকের চিঠি প্রাপকের কাছে কখনও পৌঁছায়
না,
আবার তা প্রেরকের কাছেই ফিরে আসে। কেননা, প্রাপক কেউ নেই, নাথিং, অস্তিবাদী
আত্মবাচক ঈশ্বর যিনি, তিনিই “আমি”। তাই চিঠি নিজের কাছেই আসতে বাধ্য। কবিতায় সুফিতত্ত্বের এই
উপলব্ধিটি কবি প্রযুক্ত করে একটা নতুন ধারার জীবনদর্শনকে শিল্পরূপ দিয়েছেন।
বাংলা কবিতার বৈচিত্র্য ও
বৈশিষ্ট্য বহুমুখী পর্যায়েই ধাবমান দেখতে পাই। কোনও নির্দিষ্ট মতবাদে কবিতার
প্রকৃত ফর্ম নির্ণয় করা যায় না। শুধু ভাবকল্পের প্রসঙ্গ যা আদিচেতনার সংশ্লেষে
বারবার জীবনকে ব্যঞ্জিত করে তোলে। তবে মডার্ন কিংবা পোস্টমডার্ন হোক, মানবিকতা বা যুক্তিবাদ হোক, অথবা সেসব থেকে বেরিয়ে আসুক; কবিকে বস্তুগত সীমানা থেকে
বেরিয়ে এসে নিজের কাছেই দাঁড়াতে হয়। কবিতা এই নিজের কাছে দাঁড়ানোতেই তার
নির্মাণ প্রক্রিয়া বজায় রাখে। সেই কারণে কবিতাগুলি এক একটি চিঠি, যা নিজেকে প্রাপকের কাছে না পৌঁছে নিজের কাছেই পৌঁছায়। নিজের ছায়া আর
প্রতিধ্বনিরই বাতাবরণ। সহজ কথায় কখনও কখনও গভীর ভাবের কথা এসে পড়ে। কবি তাত্ত্বিক
না হলেও তত্ত্বের তদারকি করেন।
কবি মাহবুব হাসান “আরও একটি কবিতার জন্ম হোক” নামে কবিতায় উল্লেখ করলেন:
“আরও একটি কবিতার জন্ম হতে যাচ্ছে বতিচেল্লির
ভেনাসের মতো
নগ্ন-সুন্দর আর স্বাধীন। জন্ম-স্বাধীন কবিতার
মগডাল থেকে একরত্তি
ভোর আলো-হাওয়া নিয়ে এসে বসলো পিঁড়ি
পেতে আমাদের দিনানুদৈনিক
পান্তায় পাতায়।”
বতিচেল্লির ভেনাসের মতো নগ্ন-সুন্দর স্বাধীন বাংলা কবিতার জন্ম এভাবেই
প্রতিমুহূর্তে হয়ে চলেছে। কিন্তু “আমাদের” সর্বনামটি যে মনুষ্যের, সর্বজনীন,
অনন্তের তা ভুললে চলবে না। পান্তায় পাতায় কবিতা দিনানুদৈনিক
এই জীবনের প্রচ্ছায়ামাখা উচ্চারণ তার।
তৈমুর খান
"Know then thyself
উত্তরমুছুনPresume not God to scan"---Pope.
Everything circles around you within you.
"তুমি শূন্যতা রচনা করো
না শূন্যতা রচনা করে তোমাকে?"
Good feeling
মুছুনআমার ভালো লেগেছে
উত্তরমুছুনযা আমি ভাবি তা আপনার ভাবনার সাথে বিনা তারে বেজেওঠে